শুক্রবার, ১৫ মে, ২০২০

মুকুলিকা দাস


#কবিতা_১
#ও_কন্যে
#মুকুলিকা_দাস


নিবিড়ে বাড়িছে যে প্রেম,
গহন হৃদয়ে গোপনবাস,
আঁখিতে আঁখিতে অশ্রুধারা,
আঁচলভরা দীর্ঘশ্বাস 

সজল চোখে তাকাইসনা তুই,
ব্যথাতুর সেই দৃষ্টি তোর,
ও কন্যে, তোর ব্যথার হিসেব-
রাখিতে কারো মন না চাহে আর।

দিনে দিনে বাড়ে ক্ষতর দেনা,
অবহেলার দানে কিস্তিমাত, 
ও কন্যে, তোর মখমলে আঁচলে,
ঢাকিয়া রাখ তোর আর্তনাদ। 

কাহার তরে আশা রাখি তুই,
ভাঙিলি হৃদয়, হইলি কাঙাল,
কাহার তরে মিছে আলাপন-
সমাচারে তোর নেই সওয়াল।

বাক্যহীনা হইয়া থাক তুই,
ঠোঁটে চাপিয়া দারুণ দ্বেষ।
ও কন্যে, তুই পাতালপুরীর-
মর্ত্য নয় তোর নিজের দেশ!




#কবিতা_২
#একলা_দেশ
#মুকুলিকা_দাস


সকাল সকাল রোদ কুড়োই,
আলসেমিতে মন জুড়োই,
যে দেশেতে কেউ নেই আর-
সেই দেশেতে মন ছুটোই।

আকাশ-পাতাল সব জুড়ে,
মিথ্যে কথায় নাম কুঁড়েই,
বাড়তে থাকে মনখারাপের-
কারণগুলো এমনিতেই।

এই যে সোজা চলছি পথ,
একলা হাতে, ছুটোই রথ-
কালের ধারা চলছে যেমন
একলা বাঁচাই সহমত। 

এইভাবেই দিন দিচ্ছি পাড়ি,
নিজের সাথেই ভাব-আড়ি,
খেলাঘর যদি ভাঙে ঝড়ে-
সাঁঝেরবেলায় একাই গড়ি!

এই যে আমার একলা দেশ,
একলা থাকায় বিষাদ বেশ,
তবুও কেমন সুখ খুঁজে নিই-
বেঁচে থাকার এটাই রেশ!





#সে


সে এসেছিল মধ্যরাত্তিরে, 
তুমি তখন গভীর নিদ্রায়।
তোমার গালের তিল ছুঁয়ে,
সে চলে গিয়েছে কুয়াশা হয়ে।

সে এসেছিল ঘোর অমানিশায়,
তুমি তখন ঘোর মাতাল,
সে নেমেছিল তোমার ঠোঁটজোড়ায়,
তুমি মুচকি হেসেছিলে, স্বপ্নপ্রায়।

সে এসেছিলো আরেকবার, তখন পূর্ণিমা।
জ্যোৎস্নায় ভাসছে তোমার উঠোন-
হাৎস্নাহেনা আর রজনীগন্ধায়,
মাতাল হয়েছিল বাতাস।

সে তখন তোমার কাঁধের কাছে,
তার গরম নিশ্বাসে তুমি...
আড়মোড়া ভেঙে উঠে পড়ো-
জ্যোৎস্নায় দেখো এক অপরূপ রূপ!
সে তোমার কপালে চুম্বন আঁকে,
হাতে আঁকে ফিরে আসার প্রতীজ্ঞা,
তারপর মিলিয়ে যায় জ্যোৎস্নায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন