শুক্রবার, ১৫ মে, ২০২০

সুপম রায়




বছরের জন্মদিন

- সুপম রায় (সবুজ বাসিন্দা)

৩৬৫টা পুরাতন ঢেউ বুকে নিয়ে আমরা পাঁজর তুলেছি ডাঙায় -
হাওয়াকলের শব্দে এখনও বাতাস কাটে যেতে-আস্তে 
ধানের খেতে সোনালী রোদের শাখা,
টানেল চিরে মুখ থুবড়ে পড়া আলোদের শৈশব ---
এবং হারিয়ে যাওয়া বর্তমান
এখনও স্পর্শে কথা রাখে বাঁ-দিকের বুকে ।

গত রাতের শেষে নিভে গেছে পায়ের প্রতিটি পদক্ষেপ ---
অস্পস্ট সমস্ত চিহ্ন ।
দেওয়াল লিখনে আরও কয়েকটা বিজ্ঞাপন মুখ তুলছে ঘন ঘন ।
এই শহরে মামলা আসবে আবার,
ট্র্যাফিকে দাঁড়িয়ে গালাগাল ছুঁড়বে অসভ্য লোকেরা ।
বেকারত্ব বাড়বে আবার,
মিছিলের পর মিছিলে গলা শুকাবে কিছু সাধারণ মানুষের ।
আত্মহত্যা করবে কোনও মেয়ে কিংবা নারীহয়ত আবার ভেঙ্গে পড়বে
কোনো-না-কোনো উড়ালপুল ।
হয়ত কিছুর ব্যবস্থা হবে কিংবা কোনও কিছুই হবে না আর 
তবুও আমরা পেরিয়ে যাবই...

ময়দান চত্বরে আমরা আবার দেখব প্রেমিকের কাঁধে প্রেমিকার মাথা,
টিপু সুলতান মসজিদের আজান ছুঁয়ে
উড়ে যেতে দেখব পায়রার অবিচ্ছিন্ন দল ---
কিংবা মন্দিরের সামনে নতজানু হতে দেখব প্রতিদিনের সূর্যাস্তকে ।

সমস্ত ভালো-খারাপের মাঝে বেড়ে উঠব আমরা সবাই ---
আর বাঙ্গালিদের মতো পয়লা বৈশাখ’ করব,
আবার বিদেশীদের মতো হ্যাপি নিউ ইয়ার’ 


কবির বসন্ত

সুপম রায় (সবুজ বাসিন্দা)

এই কলকাতা শহর দিল্লীর কারফিউ মানেনি।
শরীরে দৃঢ় নিশ্চিত বসন্তের পোশাক গলিয়ে
রাজপথে হেঁটেছে
ঝরা পাতার মর্মর আর্তনাদে।
হোক কোনও কবিতার জন্ম আজ
যা থেকে গলা কাটা যেতে পারে কোনও কবির
ধ্বংস ততক্ষণ পর্যন্ত তাঁরই হাতে লেখা
যতক্ষণ পর্যন্ত সে সৃষ্টি বন্ধ করছেন
মানুষের রক্তে কোনও বসন্ত নয়,আজ পালন হোক প্রতিটা কবির বসন্ত
কবিতার আবিরে

ফুলের বাড়ি

 - সুপম রায় (সবুজ বাসিন্দা)

ছুটির আকাশ, মেঘ জড়ো থাক,
গল্প সবই সুগন্ধময়
টিফিন চুরির ক্লাস ঘুরে বাঁক
ছোট্ট পায়ের অবাধ্য জয় ।

বই ছিঁড়ে যায়, মাথায় অকাজ,
অংক দিলে পালায় মন
বুক পকেটের চিরকুটে ভাঁজ
ছোট্টবেলার বন্ধু ক’জন ।

পাশ-এর পাশে ফেল ধরে কাঁধ
কমপ্লেনেও বাড়ছে না কেউ
সুন্দরী ম্যাম দিলেও আঘাত
স্বপ্নে হাসে স্বভাব-শ্রেয় ।

সোনালী সেসব স্কুল-সময়
খুঁজতে গেলে স্মৃতিও ভারী ।
ফিরতে গেলে জন্মাতে হয়
মৃত্যু শেষে ফুলের বাড়ি 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন