আজকের কবি সব্যসাচী মজুমদার I
দশটা লেখা
______________
(১)
তবু যে সত্তর আশির দশক সত্যিই ছিল না
একথা বলা যায় না। রীতিমত খোঁজ করে পাই
কুয়াশা ও শেয়ালের দাঁত।
শীত করে।কাঁপি। চারিদিকে আমের মঞ্জরী।
(২)
খুব ছোটো ছোটো মানুষেরা গুঁড়ি মেরে থাকে
আকাশে তখন রণরিক্ত
কবি লিখে নিচ্ছে দ্রুত--ডহরের কথা
ছোটো ছোটো মানুষেরা গুঁড়ি মেরে থাকে
চুরি হয় অচেনা সংখ্যাতে
(৩)
অংশত কিছু শবরমণের সুখ
আমার ভেতর ঢুকেছিল বলে তুমি
জ্যোৎস্না দেখার মতোন সর্বভূক,
বিরলের কাছে বলে এসেছিলে অশ্রু
(৪)
তুমি ঢেউ ঢেউ আলো বিদ্যুৎ সংঘর্ষ
কিংবা অনুচিত জলে ভরে যাওয়া জীবৎকাল
অথবা সারসের মতন কুঁজো মিথ
যেভাবে স্বতন্ত্র হয় মেগাস্থিনিস
(৫)
আমাদের মেহেরুন্নেসা দশা কাটেনি যখন
তুমি মৃৎপাত্র হয়ে বসে ছিলে
সাজোনি বাজোনি
তবু তোমারই সমর্থক হয়ে উঠলো কত কী!
(৬)
আলো চলে গেলে কখনও কখনও
বাইরে তাকাইনি। কেননা যে ভয়টা
আমাদের তাড়া করত,থাকত বাইরে।
আর আলো চলে গেলে একটা রাস্তা চলে যেতো বাইরে।
(৭)
বারবার যখনই ভুলে গেছি এ দেশের তারিখ
আমারে দিশায় টানে অপ্রত্যাশিত নাবিক।
তুমিও পরাগথলি ভীত সর্পমস্তা,
মাথা তুলে দেখে নাও মেঘের অবস্থা
(৮)
জলদবর্ণের জন্য কোলাহল ওঠে
দূরে শিথিল হলো কামোদ
দুহাতে চকিতপম কুড়োই ছায়ার
অনুথ্থান শিরা বৃহন্নলা
নয়ন যুক্তি ও ক্ষীণাকার
(৯)
যে সব ফুল দেখে আতংক হয়
তাদের নাম শরীর
আমি তখন ইরাবান আহার
সুন্দর বনের পীর...
(১০)
মাথা ঠুকি। মাথা ঠুকে ঠুকে বলি
বর্ষাকাল জনহীন নয়
তবু কেউ শুনে ফেলেনি কখনও
ঢেউ লেগে দুলে ওঠে শঙ্খ অপচয়
ওয়াহ্
উত্তরমুছুনধন্যবাদ ❤️
মুছুনআহা বড় ভালো লাগল
উত্তরমুছুনদাদা ❤️
মুছুনঅনবদ্য দশ! দশ দশটি ভালোলাগা
উত্তরমুছুনআমার পরম প্রাপ্তি দাদা ❤️
মুছুনঅনবদ্য অসাধারণ।বলতে গিয়ে কম বলা হয়ে যাচ্ছে।
উত্তরমুছুনতোমার প্রশ্রয় দাদা
মুছুনঅপূর্ব 👌
উত্তরমুছুনধন্যবাদ ধন্যবাদ ❤️❤️
মুছুনখুব সুন্দর
উত্তরমুছুন৫ ও ৯ - দারুন লাগলো
উত্তরমুছুন