শুক্রবার, ১৫ মে, ২০২০

শর্মিলা ঘোষ


পরিযায়ী //


মেঘের ওপর বিষ জমেছে 
মানচিত্র ঘিরে বিষাদ, যা কিছু অসমাপ্ত ছিল রাতের আঁধারে হারিয়ে গেছে ছায়াপথ ধরে, 
নক্ষত্ররাজি মিটমিট করে লকডাউনের দিনলিপি লেখে রাতের গভীরে, 
এমনি করে পোশাক বদল করে শরীর একলা হয়ে ;



অবসন্ন বিকেলে মাধবীলতারা 
দুলে যায় ইমন কিংবা আশাবরী রাগে, 
সূর্য পাটে গেলেও সেই তো ফাঁকা ব্যলকনি হা-হুতাশ করে, 
ওপারে হ্যামলিনের বাঁশী আর এপারে লক্ষ্মণরেখা ;



যদি কখনও ইতিহাস লেখা হয় লিখো পরিযায়ী মানুষের কথা, যাদের ভাষা ছিল জঠরেই মৃত, 
এই বিষন্ন সময়ে মুছে ফেলো নোনতা চোখের পানি ,
যা কিছু শুন্য তার ওপরেই লেখো বুনো উল্লাস, 
শাষকের টার্গেট এখন স্থির অবিচল।


Copyright শর্মিলা ঘোষ 
14/04/20

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন