ভাষা বদলায়, ভালোবাসাও
.............................. ..........
নোয়ানো সন্ধের কাছে ঝুঁকে আছে বটের পাতাটি
নদীটি সাক্ষী
কাছে আসা মানেই সন্নিকট নয়, তন্বী পাতারা জানেনা বটের
শূন্য স্বপ্নের জালে মিশে যায় ফড়িংয়ের লালা
ভাটিয়ালি গায় কুমারী কায়া
এলোচুলে শিকড়ের পরিভাষা শেখায় মৃত্তিকা
**
ভাবের ঘরে চুরি করে
দামাল হাওয়ায় উড়ছে সভ্যতার মূলমন্ত্র
চাঁদ দেখছিনা আমরা, পাছে কোজাগরী ভ্রমে
নিঃসংকোচে ভালোবাসা হয়ে যায়
তবু জানি এ পোড়া দেশের মানচিত্রে
একবার অন্ততঃ জ্যোৎস্না দিয়ে মুছে দেওয়া হবে সবক'টি সীমান্তরেখা
**
খুব কাছে থাকলে দীর্ঘশ্বাস টুকু
স্কুলবাড়ির বিদায়ীঘণ্টির মতো শোনায়
অথচ আমি অরণ্য সপ্তাহের নবতম জাতক
স্ফটিক আলোয় ফুটে থাকতে চেয়েছি
কেবল উদ্যানের স্বপ্ন প্রগাঢ় বেদনার মতো
গোপনে ডেকেছিল বলে
একক সন্ধ্যার চারুপাঠে অংশ নেওয়া হলোনা
দারুণ! দ্বিতীয়, তৃতীয় বেশি ভালো লাগলো।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন