শুক্রবার, ১৫ মে, ২০২০

সাত্যকি



পার্থক্য
গলি আর রাস্তায় ঠিক কতটা পার্থক্য বলে মনে হয়?সত্যি সত্যি কোনো পার্থক্য আছে কি?যেদিন প্রথম সাইকেল চালানো শিখেছিলাম,সেদিন কাঁপা হাতে প্রথম গলির পথ ঘুরে বেড়িয়েছিলাম...এরপর ইচ্ছেরা হাওয়ার সাথে পাল্লা দিতে দিতে রাস্তা ছুঁতে চাইল রাস্তা যখন ছুঁইনি,তখন মনে হয়েছিল সত্যি সত্যি বড় সুখ আছে এখানে...তারপর থেকে বহু রাস্তা ঘুরে ঘুরে এখন অনুভূতিতে জমেছে কালবৈশাখীর উড়ে আসা ঘুলো রাস্তায় আর তিলোত্তমা রূপ চোখে পড়ে না!শুধু উড়ে আসে পিচ ধোয়া ধুলো আর পথচারীর বাতাসে ভাসানো শব্দ...এখন ফিরে যেতে ইচ্ছা করে নিরিবিলি গলিপথে এই পার্থক্যের মিছিল ধেয়ে আসে রোজ বিকেলে...
                                                        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন