শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সুচেতা বিশ্বাস

                                            


কাঁচের দেওয়াল 


মন ভালো না থাক লে শরীর
থাকে না যে  ভালো  
শরীর ভালো না থাকলে 
মন ভালো নেই কারো 
মন ভালো নেই মন ভালো নেই
 রথের মেলার বাঁশী 
ছিল সেদিন۔ চোদ্দআনা 
আজ  বিন পয়সার হাসি 
গুমরে ওঠে মেঘলা দুপুর 
জলের সাথে খেলায় 
বুদ্বুদ উঠে মিলিয়ে যায় 
বৃহত্তর বেলায় 
মন ভালো নেই  দেয় না শরীর 
যাচ্ছে জুড়ে দেওয়াল কাঁচ
শান্ত জলের অদেখারা 
ভিতর থেকে উঠছে ডাক 


ইন্দ্রজাল

 ফিরতি পথের ঘুমেরা পা ছড়িয়ে 
অনেক দিন গল্পগাছা হয় না 
বাবার বাগান প্রেম মায়ের ধূপধুনো 
মিইয়ে যাওয়া  অবেক্ষণে  সতর্ক
মেঘলা বিকেল বারান্দা সমুদায় 
বরঞ্চ শব্দটা র প্রয়োগ নিয়ে বাড়াবাড়ি 
কোনো মানে রাখে না এখন 
মানসিক ঐহিক শব্দজাল চাকার দাগের 
মতন ঘূর্ণিতে মিলিয়ে গিয়ে ইন্দ্রজাল 
 রাত হলে ঘুমের ওষুধ এসে দাঁড়ায় 


নতুন বসন্ত 

স্মৃতি দুলে উঠলো  যেই স্টেশন ছাড়লো
 মধ্বর্তিনী ট্রেনের জানলা 
মাদুর পেতে রোদ বসে দেখছে শীতের শেষটুকু 
ডাক নাম যাদের শিহরণ সেই শুকনো পাতাদের আজকে ভোজ  অনন্ত শূন্য বিসমিল্লার নহবতে 
পিষে যাচ্ছে  সোহাগের আটপৌঢ় ঘরকন্না 
আগুন আগুন অহংকারে  ঝট করে সরে গেলো۔۔ 
পলাশ বনানী যাদের নুন  আনতে পান্তা শেষ হয়েছে 
এখন পাতে শুধুই গরম ভাতের সুগন্ধি 
মেখে নিচ্ছে ধুমকেতু আলো 
চেন টানার সময় হয়ে এল 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন