রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

পিয়াংকী

                             





টেবিল আর হাইপ্রেসার মেডিসিন 

 

১) 

দুয়ারে জল।টেবিলে বনসাই। 

বেশি জলে একে বাঁচানো যায়? 


জানা নেই!

হয়ত এসব নিয়ে কথা বলতে গেলে একটা বেলা গড়িয়ে টুপ করে সন্ধ্যা নেমে আসবে মেঝেতে 


আমি ভাতের থালা হাতে লিখতে থাকব কবিতা 

ওপাশে টেপরেকর্ডারে বাজবে," ম্যায় হরি চরণন কি দাসী...মলিন বিষয় রস ত্যাগ জাগাকে"


২)

এরপরও বুক ভেঙে বসে আছি থ হয়ে

তোমার তীর্যক দৃষ্টি ফুচকার চুরমুরের মত গুঁড়ো করে দিচ্ছে ভেতরপথ


এতটা নিস্তব্ধ একজন মানুষ তখনই হয় 

যখন সে ওই অন্ধত্ব লালন করার বদলে নিজেকে মেরে ফেলে মাঝরাস্তায়


এসো।বয়ে নিয়ে যাও এই ধ্বংসাবশেষ 


যাকে  সরিয়ে রাখতে  চেয়েছিলে বারবার 

তার ঘরময় সাইলেন্সার


এবার থেকে হাইপ্রেসার মেডিসিন নিও।টেবিলের তলায় রাখা আছে


৩)

ঘুম ঘুম চোখ নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়াও। 

সবুজ দেখো,হলুদ নীল বা গাঢ় লাল।

ওরাও উঁকি দিয়ে দেখে নিচ্ছে তোমার হাইতোলা মুখের হাঁ


ভেতরে বৃষ্টি। বাইরে বৃক্ষ

এই যে অনবরত বয়ে চলা ব -এর র'ফলা... 


এর পাশের বাড়িতে রোজ মেঘ করে আর ঝমঝমিয়ে বৃষ্টি হয়

৪টি মন্তব্য: