রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বীথি চট্টোপাধ্যায়

               



বড়দিন 


জীবন থাকলে পেরেকও থাকবে;ক্ষমা করে ভালবেসে

আর কতদিন কাটাব এভাবে মিথ্যে মিথ্যে হেসে?  

খাবার চাইতে হাত বাড়াচ্ছে রোগা অভুক্ত শিশু

চার্চে দাঁড়িয়ে মুখ নিচু করে পেরেক বিদ্ধ যিশু।

তারাভরা রাতে বরফ পড়ছে কত ক্রিসমাস ট্রিতে

কেউ কি কোথাও কষ্ট পাচ্ছে পেরেকে অথবা শীতে? 

#

সান্তাক্লজের গাড়ি  যদি থামে দুঃখের ফুটপাতে

যেখানে মানুষ চট পেতে শোয় হিম-কুয়াশার রাতে।

#

এবার একটু হাসি ফুটে থাক যিশুর করুণ মুখে,

মার্কিন সেনা খাবার বিলোক,ইথিওপিয়ায় ঢুকে।

পথের কুকুর মায়াভরা চোখে সামনে দাঁড়ালে এসে

তাকে কোলে তুলে বিস্কুট দিক শাহরুক হেসে  .... 


স্বদেশ  / বীথি চট্টোপাধ্যায় 


স্বাধীনতা কীসে আর দেশ বলে কাকে?

শুধু কি সীমানা দিয়ে মাপা যায় তাকে?


এই মাটি, এই জল, এ সংবিধান

দেশ মানে সেইখানে কবুল এ-প্রাণ।


স্বাধীনতা মানে খুব বেশি কিছু নয়,

নিজের হৃদয় খুঁড়ে আনা পরিচয়। 


রক্তবিন্দু দিয়ে যাকে গড়া যায়

দেশ মানে মানুষের মুক্তির উপায়।


কতখানি দিতে পারে কেউ ভালোবেসে?

অনেকেই ঘরে আর ফিরলনা শেষে। 


মৃত্যুর মুখে দেওয়া বাঁচার শ্লোগান

দেশ মানে সেইখানে কবুল এ-প্রাণ।


জয়হিন্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন