রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

অন্তর চক্রবর্তী

                   




অষ্টমীর পদ্য

––———————



অষ্টমীদিন ঘিরে বয়ে আসে ফাগুনের আঁচ

আঁজলার কূলে কূলে অবিচল মরমী মানত 


যত রঙ শিউলির, তত রঙ পলাশ-ছোঁয়াচ

'একবার দাও ঠাঁই প্রিয়মনে, সোহাগী বসত' 


দুরুদুরু অপলকে ঘন হয় প্রতীক্ষাঘোর

রোদ পড়ে আসে আর ভিড় ঠেলে একাকীর সুর 


বাঁধভাঙা দখিনায় আসবে কি মিঠে উত্তর?

কিশোর চাতকমন পড়ে থাকে বেহাগবিধুর 


আন্ধার চেয়ে চেয়ে গোধূলিবেলাটি কেটে যায়

অষ্টমীসাঁঝ জুড়ে ফিরে আসে শ্রাবণের বাঁক 


সন্ধিপুজোর উলু ভেসে চলে অশ্রুছায়ায়

বোধন যতটা দূর, তত দূর ভাসানের শাঁখ...



( বিশেষ ধন্যবাদ : অর্ঘ্যদীপ ঘোষ )

২টি মন্তব্য: