শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সুনন্দ মন্ডল

                                



প্রতিফলিত জীবনের আঙ্গিক

               
               ‎
একটা দুটো করে খই ফুটতে শুরু করেছে আকাশে। আদিগন্ত কাশফুলের সুবাস বিচ্ছুরিত রোদের আলোর মতোই। বহমান সময়ের অন্তরালে আঁকা শারদের প্রতিচ্ছবি। ব্যস্ত যুগের হুজুগে সংস্কৃতি মানতে গিয়ে মুখথুবরে পড়েছে জনজীবন। তবুও রীতির টানে, আবেগে শান দিয়ে উৎসবের চাতালে মিলে যায় ধর্ম-বর্ণ।

আদিগন্ত চাঁদের আলোয় যখন ভরে যায়, শিউলি মাথা নত করে আগমনীর গান স্বীকার করে। আর চারপাশের মা মা গন্ধে আঁচল ভরে মাটির। প্রতিফলিত জীবনের আঙ্গিকে রাঙিয়ে ওঠে শারদোৎসব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন