শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

জবা ভট্টাচার্য

                      


আদর

  নীল আকাশটা ক্ষণে ক্ষণে রঙ বদলায়
  এই আজ যেমন-- মনখারাপি কালো
  মেঘগুলোকে উধাও  করে দিয়ে--
  খোশমেজাজে চিঠি পাঠালো
  সাগরকে-- নীল  খামে।
  আলগোছে সেই চিঠি
  খুলতেই,সাগরের
  জল নীলে নীল।

  ফোঁটা ফোঁটা আদরের দাগ লাগে আনমনে
  বিবসনা বুকে ঘূর্ণিবাতাস আঁকে আকাশ
  আঙুলের টানে ,ভেঙে যায় অভিমানের উপবাস,
  ঢেউয়ে মাতে  জলীয় সংলাপ---

  আকাশ আর সাগরের এইসব প্রেমের মাঝে
  একলা ডিঙিতে ভাসতে থাকা মেয়ে ভাবে--
  আমিও যদি বেখেয়ালে হারাই সেখানে,
  ইচ্ছেপত্র গভীর যেখানে !!

দাহ

  ভালোবাসার রহস্যের  চাবিকাঠি আজও জানা হলোনা
  শুধু দিনে দিনে বাড়ে ফুরিয়ে যাওয়ার বিষযন্ত্রণা।
  ছয় রাগ, ছত্রিশ রাগিনীতে বাজা বাম অলিন্দে
  প্রতিটা ধুকপুকে মরে বাঁচে অলীক ঝুমঝুমি।
  তুমুল  বৃষ্টিতে আমি মনের  তৃষার  পাত্রে
  লুকিয়ে রাখা বন্ধ্যা ডাঙায় ভাসাই
  আমার  সাপলুডোর  জীবন।
  ওঠা আর নামার চলাচল
  তিনছক্কা পুটের জীবনে
  দুছক্কা পাঁচের দান
  কি যে কঠিন!!

  যদিও জানি সংক্রমনে জড়িয়েছে জীবন  পরিধি। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন