** আমার আকাশে নক্ষত্র **
১ )
কৌণিক দূরত্ব মাপলে পরিধির ইন্দ্রপতন
প্রদোষ কালে আলাপের সমাবর্তন উৎসব
প্রান্তর মুখরিত সবুজায়নে -
দিগন্তরেখা লুকিয়েছে সর্বকালীন নক্ষত্রের আতিশয্যে
উড়ন্ত শব্দেরা ক্ষ্যাপা বাউলের ধরেছে একতারা
নারী মুগ্ধতা রাখে …
শ্রাবণী হাওয়ায় নক্ষত্রের ঠোঁটে জাগে দুরন্ত পুরিয়াকল্যাণ -
রেশ লেগে থাকে সরোবরের গাত্রহরিদ্রায়
দ্যাখো নক্ষত্র, অলঙ্কারে ভূষিতা সরোবর ,
তোমার গর্বে বাঁধা পড়ে প্রেমিকার আঁচল
লজ্জা সংকুচিত হলে নক্ষত্র প্রসারিত হয় সরোবরের কপোলে
যুবতী সরোবর প্রশ্রয় পায় নক্ষত্রের আয়নায় -
পুরিয়াকল্যাণ আছড়ে পড়ে
নির্লজ্জ সরোবরে ।।
২)
ব্রহ্মাণ্ডের কাল যাপন
সহনৌববতু ...
সনাতনী প্রেম লাভ করে ব্রহ্মপ্রাপ্তি, তবু
গুহ্য জ্ঞানে লব্ধ বিদ্যা
অধরা থাকে কন্যার
ডয়সন উপবিষ্ট হয় উপনিষদের জঠরে
‘নি ‘উপসর্গ ধ্বনিত হয় কন্যার কৃষ্ণা চতুর্দশীতে
প্রেম তেজস্বীঅস্তু …
ঐতরীয় হাসে কন্যার নাভিমূলে -
কন্যার পুরুষ একবচন
ঈশ আস্যে বন্দিত নিসর্গ
কন্যা নির্মাল্য সাজায় -
নক্ষত্র ভূমি ছুঁলে আল্পনা আঁকে মন্ত্র
সবং খল্বিদং ব্রহ্ম ।।
৩)
যে সীমানা ছেড়েছে প্রেমের শ্যাওলা
মিথুন রাশিতে বসেছে সত্যাগ্রহ আন্দোলন
শ্যাওলা ছাড়ে কালো – সবজে মাটি
কান ছুঁয়ে হড়কে গেল যে গদ্য
সে প্রান্তরে আমি রচনা করি
পলাশীর মোহনলালের অবয়ব -
জন্মভূমি আমার, প্রেম আমার, নক্ষত্র আমার
মৃত ভাগ্যের মরীচিকা দেখিনা ,
শুনি জয়দ্রথের আর্তনাদ ।
প্রেম নিভলে জন্মাবে ক্যাকটাসে লজ্জিত তৃণ
সীমানা ছাড়ে দক্ষিণী লজ্জা ,
লড়াইয়ে আলিঙ্গন বদ্ধ জীব -
দীর্ঘায়ু কামনায় বসত বাঁধে যে রাত
স্তম্ভিত মুখমণ্ডল নক্ষত্র খুঁজে পায় ।
ভরতের নাট্যশাস্ত্র অ্যাসাইনমেন্ট হাতড়ায়
ঘোড়ার খুড়ে নাম লেখে
উচ্ছ্বসিত প্রেমের গীতি আলেখ্য -
ভালবাসার রঙে মিশে থাকে পূর্বরাগের অদ্বৈত অভিব্যক্তি ।।
৪)
মধ্যাহ্নের খিদে ব্ল্যাক অ্যানড্রয়েডে
অশান্ত শব্দ বেসামাল আরোহণে
এক আবর্তে শ্বেতাশ্বতর চিলেকোঠায় ।
নাজুক খোয়াইশ অলিভ গ্রীন স্ট্রীটে
এক পশলায় পুরাণ – কন্যা ছায়
ফিল্টার তোর মধ্যমার কোল ছুঁয়ে
সর্বনাশা মন আগুন খেতে চায় ।
ডেনিম জিনস বাইকের গৃহকোণে
প্রতিবাদী ভাষা , শ্লোগান নির্দ্বিধায়
আকাশ ইজ ইকুয়াল টু নক্ষত্রের রসায়ন
মেহেফুজ প্রেম নক্ষত্রের বারান্দায় ।
৫ )
কফিনের কোলে ঘুমন্ত শরীর
লাল রঙ মেখেছে শ্যামলা নারী
নেমে এসো নক্ষত্র ,ছুঁয়ে দ্যাখো ...
প্রাচীর তুলেছে সে কফিনের পরিখা ঘিরে
স্বাধীন রিপুরা সহবাসে মগ্ন তোমার
সিগারের অক্ষ জুড়ে পরিনীতা আগুন ফাগুন চায়
বইয়ে দাও নারীর দিঘল সিঁথিতে ।
হৃৎপিণ্ড ছেড়েছে যে শরীর
চিনে নাও তোমার শক্তি কে ...
মরচে সিঁদুরে হাত রাখলে
আদর দেবে জেনো মৃত নিঃশ্বাস -
তোমার আগুনে কফিন ছাড়ুুক নারী
নিঃস্পৃহ ঠোঁট শুকিয়ে মরে
আগুনের সহজাত রহস্যে -
বিলীন হও নারী প্রেমের আদুরে আগুনে ।।
চিত্রঋণ- ঈষা চৌধুরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন