রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

তৃষ্ণা বসাক

             




খিদে

 
পাশের ঘর থেকে গরম ভাতের গন্ধে
খিদেটা চাগিয়ে ওঠে,
আসলে আমার রক্তের মধ্যে এখন প্রচুর ফসফরাস,
চুলে জড়ানো ঝিনুক প্রবালের মালা,
কাঁদলে এখুনি মুক্তো ঝরবে,
কিন্তু আমি কাঁদব না, আমার খিদে পেয়েছে।
#
আমাদের বাস  বড় রাস্তা দিয়ে ছুটছে,
দুপাশ থেকে উঠে আসছে জাগুয়ার আর ব্রহ্মকমল,
হলুদ সাপের মতো সরু একটা নদীর চুল
এলোমেলো করে দিচ্ছে সাহসী সারস,
পাশের ঘর থেকে গরম ভাতের গন্ধে
খিদেটা চাগিয়ে ওঠে,
আসলে আমার রক্তের মধ্যে এখন
প্রচুর ফসফরাস,
তিনতলার বারান্দা থেকে দোল খেয়ে,
দোতলার ছাদে নেমে
চুলে ঝিনুক প্রবালের মালা জড়িয়ে
দুহাতে সমুদ্রের অন্ধ ফেনা নিয়ে
আমি ঠিক পৌঁছে যাব জন্মের শহরে।
চিত্র - পারমিতা মণ্ডল 
 

২টি মন্তব্য: