রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

শর্মিলা ঘোষ

                




বাতিল ঈশ্বর//শর্মিলা ঘোষ

একমুঠো নীল আকাশ হাতে ধরে শরতের গান গাইছি  মহা সমারোহে,
শয়তানের চোখ থেকে  বাঁচতে একতারা নিয়ে মেতে উঠছি মিঠে বাউল সুরে,বেলোয়ারি চুড়ির শব্দও ছন্দে বাঁধা স্বরলিপি;


ধানখেত  থেকে ঊষর শুষ্ক মরুতেও ফোটে বেনজির রক্ত পলাশ 
ধ্রুবতারা নেমে আসে স্টেশনে ব্রীজে গরিবের জলন্ত উনুনে
বিজ্ঞাপনের ক্রাইসিস ছিল ব্যাক্তিগত সরীসৃপ জীবনে
আঠালো পথ চলতে চলতেই লাভামুখে  আটকে পড়ে কাঠের শরীর;

অনেক অনেক পথ হাঁটা হলো যন্ত্রণার  রুটম্যাপ ধরে
সৃজনী সমাজ জুড়ে শারদীয়া  যাপন , তাতে প্রেম লেখা  হলুদ অক্ষরে
গিলোটিন  নেমে আসছে ,বাতিল  ঈশ্বর,  শুকনো পাতায় লেখা  হচ্ছে ক্ষুধিত পাষাণ।


 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন