রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

লিপি সেনগুপ্ত

               


১॥


বাসি ফুল




লাইনে ধাতব উষ্ণতা রেখে 

ট্রেন চলে গেছে অন্ধকারে

বেহালার রিনরিনে সুর কোথাও, দূরে

রেল বস্তির জানলা বন্ধ

শয্যাতে বাসি ফুল মুখ থুবড়ে আছে

গোঙানির কোনো ভাষা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি


ভোর আসে প্রতিদিন 

ডুবে থাকে ম্লান আঁধার  

আবার কুৎসিত রাত, ধাতব পেষণ

যাদের আসা যাওয়া রোজ

তারাও ফুল আনে 

টগর চাঁপা বেলি গোলাপ জুঁই 


বাসি ফুল আরও বাসি

শরৎ শিশিরে , মাঝরাতে

ভাঙা ছিটকিনি সাক্ষী রাখেনা এসবের




২॥


প্রতীক্ষার আড়ালে

----------------------

লিপি সেনগুপ্ত 



স্থিরজল বলে দিল তুমি আসোনি সারাদিন

মাঘের দুপুর 

ছায়া পড়বে এখনই মাঝ পুকুরে 

আর কি জানি ভাবতে ভাবতে

ঘাটের শেষ সিঁড়িতে পা ডুবিয়ে বসবে


নড়ে উঠবে জল

তুলসী তলার মাটির প্রদীপ 

শিখায় কাঁপবে উঠোন

শঙ্খে ঠোঁট ছোঁয়াবে ঐ বাড়ির বড় বৌ

এখানে দুলে উঠবে তোমার শরীর


ফিরে আসবে 

ভেজা পায়ে তখনও লেগে প্রতীক্ষার মাটি 

"আর কি সে আসবে নন্দিনী?…"


কুয়াশা ঢাকা প্রশ্নে

নিজেকে বধ করি প্রতিদিন

তোমার অজান্তে 






৩॥


পোষা বেড়াল

--------------------

লিপি সেনগুপ্ত 


বছর তিনেক আগে 

ভরা মাঘে শেষবার এসেছিল আর্য 


রোদ্দুর আসে রোয়াকে 

এপিঠ ওপিঠ করে

ন্যাপথলিনের গন্ধ মাখা মাফলার আর 

পুলওভার তোলা থাকে বাক্সে 


প্রতিবার লেবু গাছে ফুল

কলার মস্ত মোচার উঁকি 

পাঁচিলের ওপাশ থেকে

সেন জ্যেঠিমা আচারের বয়ম

উঠোন থেকে ঘরে তোলেন


আমার পোষা বেড়ালটা কখন যেন

গন্ধ শুঁকতে শুঁকতে 

চৌকাঠ ডিঙিয়ে যায় চুপিচুপি...













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন