সোমবার, ২১ জুন, ২০২১

পিয়ালী বসু ঘোষ

                                          




ফিনিক ফোটা জোছনা

পিয়ালী বসু ঘোষ
১)
ঝকঝকে ফিরোজা আকাশে অকারণ প্রশ্রয়ের মতো মেঘ|
আকাশমনি উঁচু ডালটায়
 দুটো মুনিয়ার নিরাপদ ঘেরাটোপ|
বাজারি অর্থনীতির আগ্রাসন ওরা বোঝেনা, কেবল চাষীর ধান কাটার দিনে আকাশে মেঘ দেখলেই সারা মাঠে হুইসেল দেয় ওরা|

২)

কেতাদুরস্ত দুচারটে ফড়িং আকাশের গন্ধ নিয়ে আসে
ডাকে, খুব নিবিড়ে- কাকে যেন ডাকে
এসব দিনে মরা পুকুরে নাজুক গল্পের মতো ফোটে ঢোলকলমি
ব্যস্ত কেজো আর ঘেমো দুপুরকে নেহাতই করুনা করতে হয় এসময়

৩)
ফিনিক ফোটা জোছনা দেখেছো?
দেখেছো কালো-সাদা খোপ কাটা দিনে শরেদের ঝোঁপ?
আঁধারের শরীর বিলি কেটে গেলে
বাঁশপাতি ঘরে ফেরা ভোলে
অবিন্যস্ত ধারাজলেও নেতিয়ে থাকে দুপুর
ঢিল ছুঁড়ে সে দুপুরের মৌনতা ভেঙেছো কখনো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন