রবিবার, ২০ জুন, ২০২১

বাসব মন্ডল

                                                            


কাক

.......
কাকটা ভাগাড় থেকে উড়ে
মন্দিরের চাতালে 
গিয়ে বসলো।

মরা ইঁদুর ঠোকরানো
ঠোঁট দিয়ে
ঠুকরে খেলো
প্রসাদের মিষ্টি।

তারপর উড়ে গিয়ে-
আকাশ কে ক্যানভাস ভেবে
এঁকে দিলো
ছেঁদো সমাজের
অল্টার ইগো।






বৃষ্টি দিন
.... ‌......…
পার্কের এক কোনে,একটা গাছ
তার তলায় বসে আছে
দুজন।
গুমোট, গম্ভীর,আনন্দহীন।

ঝিরঝির করে বৃষ্টি পড়ছে।
গাছের ফাঁক চিড়ে
চু্ঁইয়ে পড়ছে জল।

তবুও ঝরে পড়া পাতাগুলো
শুষ্ক খুব শুষ্ক।


ঝড়
.......
আমার  আর আকাশের
মাঝে
পাতা, পাতা আর
অগুন্তি পাতা।

তারা কিছু বলছে
অবশ্য ই কিছু বলছে।
তাদের কথা জুড়ে
ধ্বংসের ভবিষ্যৎ বাণী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন