বৃষ্টি ছোঁয়ার গল্প
বৃষ্টি নামল অতঃপর-
একটা দীর্ঘ প্রতীক্ষা ভিজে গেল অকৃপণ সিঞ্চনে!
বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দপ্তর ;
তবু বৃষ্টি আসার আগেও দমবন্ধ হতাশায় ছিল না মেঘের প্রলেপ-
ঘন ঘন নিম্নচাপ পেরিয়ে,
অবশেষে থৈ থৈ সুখ, নিশ্চিহ্ন দহনদাগ!
মেঘ যখন আবার ফিরতি পথে, বহুদূরে
সবুজে সবুজে তখনও জলের কাঁপন
অপেক্ষার গা বেয়ে তখনও ঝরছে বিন্দু বিন্দু অভিমান...
বৃষ্টিবাদল নিম্নচাপ
ব্রততী
দমকা হাওয়ায় বৃষ্টিপাতে ধুইয়ে দিল দহনতাপ !
বর্ষা ফেরার! বৃষ্টিবাদল, কারণ হয়তো নিম্নচাপ-
বৃষ্টি ধোয়া একলা উঠোন একাই এখন কফির কাপ,
মেঘমাদলের ছন্দ ভুলে বসত করে মনখারাপ!
বৃষ্টি আসুক! বর্ষা না হোক, বৃষ্টি আনুক নিম্নচাপ ,
ভেজা মাটির নরম গালে লজ্জা রঙের আদরছাপ-
কোমল জলে ভাসছে তখন গতজন্মের মনস্তাপ,
অঝোর ধারায় ভিজতে থাকুক উঠোনজোড়া মনখারাপ!
বুকের ভেতর বৃষ্টি তুমুল তুমি নিরুদ্দেশ
ব্রততী
কফি কাপ আর একলা মেয়ে-
ঘড়ির কাঁটায় ক্রমশ অসংযমী হচ্ছে অপেক্ষা ,
প্রতিটি অপরিচিত পদশব্দ তোমার অনুপস্থিতিকে প্রকট করেছে নির্লজ্জতায়-
পথ অপেক্ষার চোখে চোখ রেখে সহানুভূতি জানিয়ে থমকে আছে ,
বাতাস স্বাভাবিক তবু দমবন্ধ করা গুমোট -
মেঘ করেছে খুব, এরপর বৃষ্টি ...
সময় বয়ে গেছে নিজের মতোই..
বুকের ভেতর বৃষ্টি তুমুল তুমি নিরুদ্দেশ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন