চেরাপুঞ্জী থেকে ...
ক্যালেন্ডার মানলে সেদিন
আষাঢ়স্য প্রথম দিবস
উমিয়াম লেক থেকে উঠে আসা
এক শান্ত নদী মেয়ের সঙ্গে আলাপ হল
গা দিয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু কুয়াশা ...
মেঘ পাহাড়ির সবুজে
হারিয়ে যাওয়ার আগেই
তার দুচোখে দেখতে পেলাম
একটুকরো চেরাপুঞ্জীর মেঘ ...
শিলং পাহাড়ে সেদিন অঝোরে বৃষ্টি ...
যারা বৃষ্টিতে ভিজছে
সুকন্যা সাহা
খোয়াই ধরে হাঁটতে হাঁটতে ভাবছিলাম তোমার কথা
শ্রাবনের নিভু নিভু দিনের শেষে, বিষন্ন একাকী সন্ধ্যায়
ইউক্যালিপটাসের মন কেমন করা গন্ধ নিতে নিতে
অস্ফুটে বলছিলাম ,"বৃষ্টি তুমি আসবে তো?"
তখনও ভাবিনি কালো মেঘের ওড়না উড়িয়ে তুমি
কৃষ্ণকলি, ধবধবে সাদা ফোঁটায় চারিদিক
ঝাপসা করে আমায় আদর করে ভিজিয়ে দেবে---
ভালবাসার বৃষ্টিতে ভিজতে ভিজতে যারা
বৃষ্টিতে ভিজেছিল, ভিজছিল এবং ভিজবে
তাদের কথা বার বার মনে পড়ে যাচ্ছিল।
মেঘলা দিন
#সুকন্যা সাহা
খিচুড়িতে মেশানো ছিল
খানিক চাল আর ডাল
যেমন পানসে আজকের
মেঘ মাখা সকাল ...
আকাশের গায়ে লেগেছিল
কিছু স্লেট রঙা ছোপ
একটানা ভিজছিল পুকুড়পাড়ে
আকন্দের ঝোপ ...
তানসেন হোক আজ
মিঞা কি মল্লার ...
কৃষ্ণকলি দিগন্তে
ছেয়ে যায় সুর বাহার ?
রাস্তায় কারা যেন
ঢেলে গেছে জল
প্যাঁচপেঁচে কাদামাখা
বর্ষা র আঁচল
দুরন্ত বর্ষা
ঝাপসা চারিধার
আজ শুধু আলাপ হোক
মেঘ ও মল্লার ...
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন