সোমবার, ২১ জুন, ২০২১

পাপিয়া গাঙ্গুলি

        


                                   



 



পা


শহরে পরে থাকা বৃদ্ধ জলাশয়,
পাশের বেঞ্চে ঝোলানো দুটো পা,
একতারার তারের মতো একা।
পেছনে ফুটবল মাঠে হৈ হৈ,
গোল্লাছুট কয়েক জোড়া পায়ের হাসি ।
বাতাসে ঘামের গন্ধ,
দূরন্ত পায়ে জিতে যাওয়ার খিদে।
একলা নির্জীব পা দুটো দ্যাখে,
সূর্য জাগার আগে অবধি সবুজ মাঠ ছিল
শিশির ফোঁটাদের কবিতার পাতা
পেশীজাগা পা গুলোর কাদায়
কবিতাগুলো হয়ে গেল তার না মেলা অঙ্ক।

(২ নং)

জানলার চা
পাপিয়া গাঙ্গুলি
রোদের তুলিতে জানলাটা এসে বসেছে খাটে।
টানটান চাদর, পাশে বই, ঘড়িতে ছ'টা বাজবে
চায়ের জল... আমি রান্নাঘরে গেলাম
যেমন যেতাম রোজ ঠিক এই সময়ে।
এক কাপ চা'করে একটা ছোটো চুমুক
পরখ করতাম চিনি ঠিক হলো কিনা!
বুনি পিসী ধমকে উঠলো আজ
"পোড়ার মুখী মেয়ে, রঙ্গ করছিস নাকি!
ভাতারখাকি অপয়া মেয়েছেলে।"
তুমি তো আমরা জানলা ছিলে
খাটের ওপর তো জানলা বসেছে এসে
চা দেবো না কেন, বলো? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন