সোমবার, ২১ জুন, ২০২১

রঞ্জনা বসু

                                  



ফিরে আসা

 

যত দূরেই ভাবছো যাবে
ফিরে আসতে হবে বারবার
যেভাবে জোয়ার আসে
যেমন পাখিরা ফেরে সন্ধ্যায় নীড়ে।

মানুষেরও সেই আশা
যত্নে সাজিয়ে রাখে সুখ ভালোবাসা,
আধখোলা বইয়ের পাতা, ডেকে নেয় ঘরে
দিন মাস বছরের চেনা অঙ্গিকারে।

আশ্বীনের ফসলে ক্ষেত ভরে ওঠে
রুক্ষ মাটিতে শ্রমে ফসল ফলায়
মানুষই তো জীবন ভালোবাসে
প্রয়ানের ভাবনায় বড় ভয় পায়।



শিরোনামঃ দহে নাতো কিছু
কলমে, রঞ্জনা বসু

তোমার উত্তপ্ত ঠোঁটে
সমস্ত লজ্জারা ঢাকা পড়ে গেল---

ভালোবাসার রঙে লাগলো আগুন উৎসব

যখন তুমি ভুলে গেলে সব
কি যেন হারিয়ে গেল সমুখ থেকে।

সেইমাত্র অনিষ্টের ভীষন লজ্জায়
অসহ্য কাদায় ডুবে যেতে যেতে

প্রেম হল নষ্ট চাঁদ, কলঙ্ক বুকে।



শিরোনামঃ বহু দিনের চেনা
কলমে, রঞ্জনা বসু

সেদিন দুজনে দুলেছিনু বনে...

সুর যেন ছুঁয়ে আছে আজও
পায়ে পায়ে ফেলে আসা পথে
ভালোবাসার চিরচেনা সেই সে শপথে।

এখন চুলের সাদা ভাঁজে
বয়স এসেছে চুপিসারে

ভালোবাসা আজও সেই নাম ধরে ডাকে।



শিরোনামঃ বৃক্ষ তুমি কার
কলমে, রঞ্জনা বসু

ভূমি গর্ভ থেকে
প্রস্ফুটিত হল বীজ সূর্যের সাথে
আলোকে হয়েছে স্নাত,মন্ত্রমুগ্ধ ধরণীর বুকে।

বৃক্ষের সবুজ শাখা আনবে প্রভাত
এলোমেলো উড়ে এসে বসবে পাখিরা
মাথা তুলে বাঁচে আদি প্রাণ
মেলে দেয় ছায়া।

চির বিথী অক্ষয় হোক
সবুজ মায়ার সুখে
মুছে যাবে মানুষের শোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন