সোমবার, ২১ জুন, ২০২১

বাসব রায়

                    




একই প্রতিচ্ছবি 




দূরত্ব যতোই হোক 
ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না 
মনটা একটা যাদুর আয়না 
ইচ্ছে হোক বা নাহোক সেলুলয়েডের পর্দায় ভেসে ওঠা চাই-ই , চাই ৷ 

শরীর পুরনো হয় 
জ্বরাক্রান্ত বুকের ধকল পেরিয়েও 
আয়নার দখলে যুবক আমিটা ধরা পড়ে 
একই অতীত ডাকখামে সুগন্ধি ছড়ায় বারবার ৷

ইচ্ছে করেই একদিন ভুল মানুষ সাজলাম 
হাজার লোকের ভিড়ে তখন ছদ্মবেশী আমি 
ব্রজধাম থেকে অনেকদূরের যাত্রী আমি 
ব্রহ্মাণ্ডের বিস্তারিত জানতে মরিয়া -- 
কর্মক্লান্ত হৃদয়জুড়ে তখনও সেই পুরনো আয়না আর একই প্রতিচ্ছবি ! 
Attachments area

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন